সোমবার (১০ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে সদর উপজেলার তেলকুপি গ্রামের নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শামছুন্নাহার দুই পুত্র, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সোমবার (১০ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে তার ছোট ছেলে আরিফুল বাংলানিউজকে জানান, শামছুন্নাহার বেশ কয়েক বছর ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। গত কোরবানির ঈদের পর থেকে তিনি একেবারেই শয্যাশায়ী ছিলেন।
মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা ১০ মিনিটে রহমতগঞ্জ কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হবে।
বাংলাদেশ সময়: ০১২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৮
এইচএ/