ফেনী: ফেনীর সোনাগাজীতে নিখোঁজ হওয়ার চার দিন পর মো. শাকিল (১৭) নামে এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় সোনাগাজী সদর ইউনিয়নের চর খন্দকার গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, ওই এলাকার সৈয়দ বলি বাড়ির আবুল কালামের ছেলে মো. শাকিল চার দিন ধরে নিখোঁজ ছিল।
সোমবার সন্ধ্যায় বাড়ির পাশের পুকুর পাড়ে গাছের মাথায় কিশোরের ঝুলন্ত মরদেহ স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না-তদন্তের জন্য ফেনী সদর হাসপাতাল মর্গে পাঠায়।
সোনাগাজী মডেল থানার পরিদর্শক (ওসি) মো. মোয়াজ্জেম হোসেন বাংলানিউজকে জানান, এটি হত্যা নাকি আত্মহত্যা তা উদঘাটনের জন্য পুলিশ তদন্ত করছে।
বাংলাদেশ সময়: ০৪৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৮
এসএইচডি/এইচএ/
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।