দণ্ডপ্রাপ্ত দু’জন হলেন বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়া বাজার এলাকার শাহজাহান আলীর ছেলে শেখ সাদী খান (২৩) ও তার বড় ভাই মো. মাহবুবুর রহমান (২৬)।
সোমবার (১০ সেপ্টেম্বর) রাতে র্যাব-৮ এর সদরদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৮ বরিশাল সিপিএসসি ক্যাম্পের একটি দল এএসপি মুকুর চাকমা ও সিনিয়র সহকারী পরিচালক মো. হাছান আলীর নেতৃত্বে বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা বাজারে অভিযান চালায়।
অভিযানে বাজারের রেডিয়াম ডিজিটাল ডায়াগনস্টিক অ্যান্ড ডাক্তার চেম্বার থেকে ডাক্তার পরিচয়দানকারী শেখ সাদী খান ও তার বড় ভাই মো. মাহবুবুর রহমানকে আটক করা হয়। পরে তাদের জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের (সহকারী কমিশনার) ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়।
আদালতে তারা চিকিৎসকের সনদ ও বৈধ কোনো কাগজপত্র দেখাতে না পারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পরবর্তীতে এ ধরনের কর্মকাণ্ড না করার জন্য সতর্ক করে দুই ভাইকে ছেড়ে দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ০৫১০ ঘন্টা, সেপ্টেম্বর ১১, ২০১৮
এমএস/এইচএ/