তাসকিন মহানগরীর মজগুন্নী এলাকার কাজী তোতার ছেলে।
মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে মহানগরীর বয়রা আনসার উদ্দিন সড়কের একটি ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরদার মোশাররফ হোসেন বাংলানিউজকে বলেন, গত ২৮ আগস্ট থেকে তাসকিন নিখোঁজ ছিলেন। সকালে স্থানীয়রা ডোবার মধ্যে মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। শরীরে আঘাতের চিহ্ন আছে কিনা তা শরীরে পচন ধরায় বোঝা যাচ্ছে না।
জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে তাকে হত্যা করা হতে পারে বলে ধারণা করছে পুলিশ।
বাংলাদেশ সময়: ০৯৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৮
এমআরএম/আরআর