মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) ভোরে বন্দরের সোনাচড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম মো. ইব্রাহিম (৪০)।
পুলিশ জানায়, সোনাচড়া এলাকাতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল একদল ডাকাত। খবর পেয়ে বন্দর থানা পুলিশের একটি টিম অভিযান চালালে তাদের উদ্দেশ্য করে ডাকাতেরা গুলি ছুড়ে। আত্মরক্ষার্থে পুলিশও গুলি ছুড়ে। উভয় পক্ষের গোলাগুলিতে ক্রসফায়ারে পড়ে ইব্রাহিমের মৃত্যু হয়। আহত হন উপ-পরিদর্শক (এসআই) সাইয়াদুল, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ইলিয়াছ খান।
ঘটনাস্থল থেকে তিনটি ককটেল ও ধারালো ছুরি উদ্ধার করা হয়েছে বলে বন্দর থানা পুলিশের উপ-পরিদর্শক আব্দুল আলীম জানান।
বাংলাদেশ সময়: ১০৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৮
আরআর