ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

নারায়ণগঞ্জে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৮
নারায়ণগঞ্জে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশ বলছে, নিহত ব্যক্তি সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য। এসময় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।

মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) ভোরে বন্দরের সোনাচড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম মো. ইব্রাহিম (৪০)।

তার বাড়ি রূপগঞ্জ এলাকায়।
 
পুলিশ জানায়, সোনাচড়া এলাকাতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল একদল ডাকাত। খবর পেয়ে বন্দর থানা পুলিশের একটি টিম অভিযান চালালে তাদের উদ্দেশ্য করে ডাকাতেরা গুলি ছুড়ে। আত্মরক্ষার্থে পুলিশও গুলি ছুড়ে। উভয় পক্ষের গোলাগুলিতে ক্রসফায়ারে পড়ে ইব্রাহিমের মৃত্যু হয়। আহত হন উপ-পরিদর্শক (এসআই) সাইয়াদুল, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ইলিয়াছ খান।
 
ঘটনাস্থল থেকে তিনটি ককটেল ও ধারালো ছুরি উদ্ধার করা হয়েছে বলে বন্দর থানা পুলিশের উপ-পরিদর্শক আব্দুল আলীম জানান।

বাংলাদেশ সময়: ১০৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৮
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।