মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) ভোরে উপজেলার পূর্বাচল ৮ নম্বর সেক্টরে এ ঘটনা ঘটে। রাজা ঢাকার গেন্ডারিয়া এলাকার ফুল মিয়ার ছেলে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মনির জানান, ভোরে গুলির শব্দে স্থানীয়রা সংবাদ দিলে ঘটনাস্থল থেকে এক ডাকাতের মরদেহ উদ্ধার করা হয়। ডাকাতির মালামাল নিয়ে দ্বন্দ্বেই অন্য ডাকাত দলের গুলিতে তিনি নিহত হয়েছেন বলে জানা গেছে।
ঘটনাস্থল থেকে একটি শ্যুটার গান ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১১৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৮
আরআর