মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) সকালে ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোফাজ্জল হোসেন কাজী পোল্ট্রি ফার্মের গাড়িচালক।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ মিয়া জানান, সকালে মোটরসাইকেলে করে পঞ্চগড় যাচ্ছিলেন মোফাজ্জল। পথে তেলিপাড়া নামক স্থানে পঞ্চগড় থেকে ছেড়ে আসা একটি পিকআপ ভ্যান মোফাজ্জলেরটিসহ দু’টি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় মোফাজ্জলের। এসময় আহত হন শিরিন আক্তার ও ফজলুল করিম নামে অপর দুই মোটরসাইকেল আরোহী। তাদের ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৩০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৮
এসআই