ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

ঠাকুরগাঁওয়ে পিকআপ ভ্যানচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৮
ঠাকুরগাঁওয়ে পিকআপ ভ্যানচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও সদর উপজেলার তেলিপাড়া নামক স্থানে পিকআপ ভ্যানের চাপায় মোফাজ্জল হোসেন নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) সকালে ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোফাজ্জল হোসেন কাজী পোল্ট্রি ফার্মের গাড়িচালক।

 

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ মিয়া জানান, সকালে মোটরসাইকেলে করে পঞ্চগড় যাচ্ছিলেন মোফাজ্জল। পথে তেলিপাড়া নামক স্থানে পঞ্চগড় থেকে ছেড়ে আসা একটি পিকআপ ভ্যান মোফাজ্জলেরটিসহ দু’টি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় মোফাজ্জলের। এসময় আহত হন শিরিন আক্তার ও ফজলুল করিম নামে অপর দুই মোটরসাইকেল আরোহী। তাদের ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।