মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) ভোরে উপজেলার হরষপুর ইউনিয়নের হরষপুর গ্রামে এ ঘটনা ঘটে। শহিদুল জেলার নাসিরনগর উপজেলার ভুবন গ্রামের মৃত তাজুল ইসলামের ছেলে।
বিজয়নগর থানার পরিদর্শক (তদন্ত) মো. ফয়জুল আজিম জানান, ভোরে শহিদুল হরষপুর বড়চাল প্রাথমিক বিদ্যালয়ের তালা ভেঙ্গে চুরি করতে গেলে স্থানীয়রা তাকে ধরে পিটুনি দিয়ে থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসার সময় তিনি বুকে ব্যথা অনুভব করেন। এ অবস্থায় শহিদুলকে জেলা সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, দুপুরে মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৩৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৮
এসআই