ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

আটঘড়িয়ার বালিয়া বিল থেকে যুবকের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৮
আটঘড়িয়ার বালিয়া বিল থেকে যুবকের মরদেহ উদ্ধার

পাবনা: পাবনার আটঘড়িয়া উপজেলার গৌরলী গ্রামের বালিয়া বিল থেকে মো. চঞ্চল সরকার (৪২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) সকালে মরদেহটি উদ্ধার করা হয়। চঞ্চল আটঘড়িয়া থানার দেবত্তোর ইউনিয়নের দড়ী নাজিরপুর গ্রামের রওশাদ সরকারের ছেলে।

আটঘড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, সকালে স্থানীয় কৃষকরা বিলে মরদেহটি দেখে থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা সদর হাসপাতাল মর্গে পাঠায়। ধারণা করা হচ্ছে, কেউ তাকে শ্বাসরোধে হত্যা করে মরদেহ বিলে ফেলে দিয়েছে।  

পরিবার ও স্থানীয়দের বরাত দিয়ে ওসি আরো জানান, চঞ্চল নেশা করতেন। মরদেহের সঙ্গে মাদকদ্রব্যও পাওয়া গেছে। কে বা কারা কেন তাকে হত্যা করেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।  

বাংলাদেশ সময়: ১৪১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।