মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) সকালে মরদেহটি উদ্ধার করা হয়। চঞ্চল আটঘড়িয়া থানার দেবত্তোর ইউনিয়নের দড়ী নাজিরপুর গ্রামের রওশাদ সরকারের ছেলে।
আটঘড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, সকালে স্থানীয় কৃষকরা বিলে মরদেহটি দেখে থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা সদর হাসপাতাল মর্গে পাঠায়। ধারণা করা হচ্ছে, কেউ তাকে শ্বাসরোধে হত্যা করে মরদেহ বিলে ফেলে দিয়েছে।
পরিবার ও স্থানীয়দের বরাত দিয়ে ওসি আরো জানান, চঞ্চল নেশা করতেন। মরদেহের সঙ্গে মাদকদ্রব্যও পাওয়া গেছে। কে বা কারা কেন তাকে হত্যা করেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৪১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৮
এসআই