ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

কেমিকো ওষুধ কারখানায় আগুন, ব্যাপক ক্ষয়ক্ষতি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৮
কেমিকো ওষুধ কারখানায় আগুন, ব্যাপক ক্ষয়ক্ষতি আগুন নিয়ন্ত্রণের কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ছবি: বাংলানিউজ

রাজশাহী: রাজশাহী মহানগরীর টিকাপাড়ায় থাকা কেমিকো ফার্মার ওষুধ কারখানার পাওয়ার স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কেউ হতাহত না হলেও বৈদ্যুতিক ট্রান্সফরমার ও অন্যান্য যন্ত্রপাতি পুড়ে গিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রাজশাহী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স উপ-পরিচালক নুরুল ইসলাম টিকাপাড়ায় কেমিকো ফার্মার ওষুধ কারখানার অগ্নিকাণ্ডস্থল পরিদর্শন করেছেন।

 

রাজশাহী সদর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার ফরহাদ হোসেন শামীম বাংলানিউজকে বলেন, দুপুরে কেমিকো ফার্মার ওষুধ কারখানার পাওয়ার স্টেশনে আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে কর্তৃপক্ষ তাদের খবর দেয়। তারা দ্রুত ঘটনাস্থলে আসায় আগুন কারখানার ভেতরে ছড়াতে পারেনি।

 

আগুনের কারণ প্রশ্নে ফরহাদ হোসেন শামীম জাানান, কেমিকো ফার্মার নিজস্ব বৈদ্যুতিক ট্রান্সফর্মার বিস্ফোরণ হয়ে এই আগুনের সূত্রপাত ঘটে। বিষয়টি বুঝতে পেরে কর্তৃপক্ষ ফায়ার সার্ভিসে খবর দেয়। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের পাঁচটি গাড়ি দ্রুত ঘটনাস্থলে এসে প্রায় আধাঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

 

এ অগ্নিকাণ্ডে পাওয়ার স্টেশনের ট্রান্সফরমারসহ বেশকিছু যন্ত্রপাতির ক্ষতি হয়েছে। যার পরিমাণ ৫০ লাখ টাকা। তবে পাওয়ার স্টেশনের অর্ধকোটি টাকার মালামাল রক্ষা করতে তারা সক্ষম হয়েছেন। এছাড়া আগুনের খবরে আতঙ্কিত হয়ে কারখানাটির শ্রমিকরা দ্রুত সেখান থেকে বেরিয়ে আসায় এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলেও জানান রাজশাহী সদর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার।

 

এদিকে কেমিকো ফার্মার ব্যবস্থাপক সিহাব পারভেজ বাংলানিউজকে জানান, ফায়ার সার্ভিস থেকে ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতির কথা বলা হয়েছে। তবে এর পরিমাণ আরও বাড়তে পারে। তারা এ  অগ্নিকাণ্ডের ঘটনায় কারখানার ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নিরুপণে বর্তমানে কাজ করছেন। পরে এ ব্যাপারে সুনির্দিষ্ট করে বলা যাবে।

বাংলাদেশ সময়: ১৪২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৮/ আপডেট: ১৭২০
এসএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।