মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) ভোরে উপজেলার কলেজপাড়া এলাকার বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি ওই এলাকার আনসার আলী খাঁ’র ছেলে।
কালীগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) আতিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে হাবিবুর রহমানের বাড়িতে অভিযান চালায় পুলিশ। এসময় শর্টগানের তিন রাউন্ড গুলি, দু’টি হাতবোমা ও একটি হাঁসুয়াসহ তাকে গ্রেফতার করা হয়। তার নামে থানায় অস্ত্র ও ডাকাতির চারটি মামলা রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৮
এসআই