মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) সকালে শহরের ধোপাঘাটা এলাকায় এ অভিযানের উদ্বোধন করেন জেলা প্রশাসক (ডিসি) সরোজ কুমার নাথ।
এসময় কচুরিপানা অপসারণের উদ্যোক্তা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাম্মি ইসলাম, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম মুনিম লিংকন, সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান, স্কাউট কমিশনার আবু বক্কারসহ গ্রাম পুলিশ, স্কাউট সদস্য কয়েকটি মৎস্যজীবী সমবায় সমিতির নেতারা উপস্থিত ছিলেন।
ইউএনও শাম্মি ইসলাম জানান, নবগঙ্গা নদী বাঁচাতে ও নদীর পানি প্রবাহ বাধামুক্ত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ঝিনাইদহ শহরের ওপর দিয়ে প্রবাহিত প্রায় ৫ কিলোমিটার এলাকার কচুরিপানা পরিষ্কার করা হবে।
এতে নবগঙ্গা নদীর স্রোতধারা ঠিক থাকবে। সেই সঙ্গে নদীর পরিবেশ আবার ফিরে আসবে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৪৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৮
জিপি