ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

মুকসুদপুরে মাইক্রোবাসচাপায় শিশু নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৮
মুকসুদপুরে মাইক্রোবাসচাপায় শিশু নিহত

গোপালগঞ্জ: গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দাসেরহাট নামক স্থানে মাইক্রোবাসের চাপায় কিঞ্জর রায় (১২) নামে একটি শিশু নিহত হয়েছে। 

মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) সকালে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।  

নিহত কিঞ্জর রায় একই এলাকার পিযুষ রায়ের ছেলে।

সে মুকসুদপুরের ১৭৭ নম্বর বি কে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র।
 
পুলিশ জানায়, সকাল সাড়ে ৯টার দিকে কিঞ্জর বাড়ির পাশের রাস্তা পার হচ্ছিল। এ সময় ঢাকাগামী দ্রুতগতির একটি মাইক্রোবাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই সে নিহত হয়।  

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল পাশা বলেন, মাইক্রোবাসসহ চালককে আটক করতে মহাসড়কের বিভিন্ন স্থানে মেসেজ পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।