মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) সকালে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কিঞ্জর রায় একই এলাকার পিযুষ রায়ের ছেলে।
পুলিশ জানায়, সকাল সাড়ে ৯টার দিকে কিঞ্জর বাড়ির পাশের রাস্তা পার হচ্ছিল। এ সময় ঢাকাগামী দ্রুতগতির একটি মাইক্রোবাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই সে নিহত হয়।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল পাশা বলেন, মাইক্রোবাসসহ চালককে আটক করতে মহাসড়কের বিভিন্ন স্থানে মেসেজ পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৮
এসআই