মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে নিউমার্কেট থেকে পজিশন মালিক, ভাড়াটিয়া ও ব্যবসায়ীরা সম্মিলিতভাবে ব্যানার ফেস্টুন নিয়ে শহরের ইদারা মোড়ে বিক্ষোভ মিছিল ও পথসভা করেন।
পথসভায় বক্তব্য রাখেন- পাবনা জেলা পজিশন হোল্ডার দোকান মালিক ব্যবসায়ী সমিতির আহ্বায়ক কমরেড জাকির হোসেন, সমিতির সদস্য মুক্তিযোদ্ধা আব্দুর রহিম পাকন, সদস্য সচিব আনিসুর রহমান তালুকদার, নিউমার্কেট সমিতির সভাপতি ইয়াসিন আলী হাজী, সেক্রেটারি ওহিদুল হাসান হক, সদস্য মুস্তাফিজুর রহমান আরজু, সদস্য রওশোনারা বেগম, সদস্য মাফুজুর রহমান বাবলা, চেম্বারের পরিচালক মাসুদুর রহমান মিন্টু, সাবেক শ্রমিক নেতা পাভেল আহম্মেদ, সাংগঠনিক আনন্দ সরকার প্রমুখ।
এসময় বক্তারা বলেন, দীর্ঘ ৫০ বছরের পুরানো পাবনা নিউমার্কেট। ৪২টি দোকান রয়েছে এখানে। পজিশন মালিক, শ্রমিক আর ব্যবসায়ী মিলিয়ে এখানে শতাধিক মানুষের কর্মসংস্থান। দুই হাজার পরিবারের রুটি রুজির বিষয় জড়িত রয়েছে এখানে। নিউমার্কেটে যারা ব্যবসা করছেন তাদের কয়েক কোটি টাকা বিনিয়োগ রয়েছে এখানে। আর সেখানে পৌর মেয়র কিছু কুচক্রীদের সঙ্গে নিয়ে তাদের পরামর্শে নিউমার্কেট পজিশন হোল্ডার ও ব্যবসায়ীদের সঙ্গে আলাপ আলোচনা না করে মার্কেট ভাঙার নোটিশ দিয়েছেন। পাবনা পৌর মেয়র নানাভাবে আমাদের দোকান খালি করার জন্য হুমকি দিচ্ছেন।
সমঝোতা ও ঐক্যমত ছাড়া নিউমার্কেট ভাঙার প্রতিবাদে তারা এ কর্মসূচি পালন করেন।
বক্তারা বলেন, আজ আমরা পরিলক্ষিত করছি শহরে বহুতল ভবন নির্মাণের প্রতিযোগিতা চলছে। আমরা উন্নয়নের বিপক্ষে না তবে স্বার্থ সংরক্ষণ ও নিয়ম মেনে কাজ করার আহ্বান জানান তারা।
বক্তারা জেলার রাজনীতিবিদ ও প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন এবং নিউমার্কেট ব্যবসায়ীদের চার দফা দাবি মেনে নিয়ে কাজ করার জন্য মেয়রের প্রতি আহ্বান জানান।
উল্লেখ্য, গত ৩১ মার্চ পাবনা পৌরসভা কর্তৃপক্ষ তিনদিনের মধ্যে নিউমার্কেট ব্যবসায়ীদের দোকান পজিসন খালি করার নোটিশ দেন। এ কারণে ২ আগস্ট ব্যবসায়ীরা ঐক্যবদ্ধভাবে মানববন্ধন প্রতিবাদ ও পাবনা জেলা প্রশাসকের কাছে লিখিতভাবে সমস্যা সমাধানের প্রস্তাব করেন।
পাবনা জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন অতিরিক্ত জেলা প্রশাসকের ওপর দায়িত্ব অর্পণ করেন। অতিরিক্ত জেলা প্রশাসক উভয়পক্ষের সঙ্গে আলাপ আলোচনা করে একটি রিপোর্ট দেবেন। তবে নিউমার্কেট ব্যবসায়ীদের সঙ্গে প্রশাসন বসলেও পৌর কর্তৃপক্ষের সঙ্গে এখনো আলোচনা অগ্রসর হয়নি বলে জানান তারা।
এদিকে, সোমবার (১০ সেপ্টেম্বর) পাবনা নিউমার্কেট ভবনের ছাদে স্থানীয় দিলালপুর সমাজ কল্যাণ সমিতির অফিস খালিসহ উচ্ছেদ করার জন্য পাবনা পৌরসভা কর্তৃপক্ষ শহরে মাইকিং করে।
পৌরসভার একতরফা সিদ্ধান্তের প্রতিবাদে নিউমার্কেট ব্যবসায়ীরা পাল্টা মাইক বের করে প্রতিবাদ জানান।
তবে এ ঘটনায় পাবনা ব্যবসায়ী মহলে চরম আতঙ্ক বিরাজ করছে। যেকোন সময় সংঘর্ষের আশঙ্কা করছেন স্থানীয়রা। নিউমার্কেট এলাকাতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা রয়েছে।
বাংলাদেশ সময়: ১৫১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৮
আরএ