ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

মাগুরায় বজ্রপাতে ৪ কৃষকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৮
মাগুরায় বজ্রপাতে ৪ কৃষকের মৃত্যু সদর উপজেলার আঠারোখাদা গ্রাম

মাগুরা: মাগুরা সদর উপজেলার আঠারোখাদা গ্রামে বজ্রপাতে চার কৃষকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে ওই গ্রামের রূপদাহ বিলে পাট কাটার সময় ভারী বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আঠারোখাদা গ্রামের পাঞ্জু মোল্যার ছেলে রহমত মোল্যা (৪৫), একই গ্রামের ইদ্রিস মোল্যার ছেলে মন্নু মোল্যা (২৫), হোসেন মোল্যার ছেলে ছামিন মোল্যা (৩০) ও সদরের কাশিনাথপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে আকরাম হোসেন (৩০)।

মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সুফিয়ান বাংলানিউজকে জানান, বিকেলের দিকে ওই চার কৃষক বৃষ্টির মধ্যে পাট ক্ষেতে কাজ করছিলেন। এসময় বৃষ্টির সঙ্গে হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। স্থানীয়রা থানায় ও ফায়ার সার্ভিসে খবর দিলে দ্রুত সেখানে গিয়ে মরদেহ উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে আসে।

মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্মরত চিকিৎসক ডা. অমর প্রসাদ বাংলানিউজকে বলেন, ফায়ার সার্ভিস কর্মীরা মৃত অবস্থায় চার জনকে হাসপাতালে নিয়ে আসেন।

মাগুরা জেলা প্রশাসক (ডিসি) আতিকুর রহমান নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার কথা জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৮/ আপডেট সময়: ১৭০০ ঘণ্টা
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।