তিনি বলেন, এজন্য আগামী নির্বাচনে আওয়ামী লীগ বিজয়ী হবে।
মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) বিকেলে সিলেটের একটি অভিজাত হোটেলে ছয় দিনব্যাপী ক্যান্সার অ্যান্ড পেলিয়েটিভ কেয়ার শীর্ষক সেমিনারের সমাপনীতে প্রধান অতিথির বক্তৃতা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন অর্থমন্ত্রী।
তিনি বলেন, নির্বাচনের তিন মাসের মতো সময় রয়েছে। এখন দেশের পরিবেশ স্থিতিশীল। সব জায়গায় শান্তি বিরাজমান।
দেশে নাশকতার আশঙ্কার বিষয়ে তিনি বলেন, যারা নাশকতা করবে তাদের শাস্তি পেতে হবে।
আয়াত এডুকেশন ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে ছয় দিনব্যাপী সেমিনারে ক্যান্সার বিষয়ে অর্ধশত নার্সকে প্রশিক্ষণ দেওয়া হয়। এতে প্রশিক্ষক ছিলেন হার্ভার্ড ইউনিভার্সিটির অধ্যাপক ডা. একে গুডম্যান ও সহযোগী অধ্যাপক ডা. বিমলাংশু দে।
সেমিনারে ওসনামী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মাহবুবুল হক ও সিলেটে বিভিন্ন হাসপাতালের চিকিৎসকরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৮
এনইউ/আরআর