ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটে ৫১ কেজি পলিথিন জব্দ, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৮
সিলেটে ৫১ কেজি পলিথিন জব্দ, তিন প্রতিষ্ঠানকে জরিমানা পরিবেশ অধিদফতর ও জেলা প্রশাসনের অভিযান, ছবি: বাংলানিউজ

সিলেট: সিলেটে অভিযান চালিয়ে ৫১ কেজি পলিথিন জব্দ করেছে পরিবেশ অধিদফতর ও জেলা প্রশাসন। এসময় তিন প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে হকার্স মার্কেট এলাকায় পরিবেশ অধিফতর সিলেটের উপ-পরিচালক আলতাব হোসেন ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে সালিক রুমাইয়া নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

অভিযানে জাকির এন্টাপ্রাইজ থেকে ৫১ কেজি পলিথিন জব্দ করা হয়েছে।

এসময় পলিথিন রাখার দায়ে দোকান মালিক জাকির আহমদকে দশ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া নিউ রাকা এন্টারপ্রাইজকে খুচরা পলিথিন বিক্রির দায়ে পাঁচশ’ টাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পচা-বাসি ও নিম্নমানের খাবার পরিবেশনের দায়ে ইউসুফ রেস্টুরেন্টে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৮
এনইউ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।