ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

বঙ্গবন্ধুর সমাধিতে কক্সবাজারের তিন এমপি’র শ্রদ্ধা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৮
বঙ্গবন্ধুর সমাধিতে কক্সবাজারের তিন এমপি’র শ্রদ্ধা জাতির পিতা সমাধিতে শ্রদ্ধা

গোপালগঞ্জ: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন কক্সবাজারের তিনজন সংসদ সদস্যসহ সহ জেলা আওয়ামী লীগের নেতারা।

মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) বিকেলে কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফার নেতৃত্বে বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এসময় কক্সবাজার জেলার আব্দুর রহমান বদি এমপি, সাইমুন সারোয়ার কমল এমপি এবং আশেখ উল্লাহ রফিক এমপি উপস্থিত ছিলেন।

এছাড়া আরও উপস্থিত ছিলেন- কক্সবাজার জেলা চেয়ারম্যান মোস্তাক আহম্মেদ চৌধুরী, কক্সবাজার পৌরসভার নব-নির্বাচিত মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, মহেশখালী উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ফরিদুল আলমসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।  

নেতারা বঙ্গবন্ধুর সমাধিসৌধের কাছে দাঁড়িয়ে দোয়া ও মোনাজাতে অংশ নেন এবং ১৫ আগস্ট নিহতদের আত্মার শান্তি কামনা করে মোনাজাত করেন।

বাংলাদেশ সময়: ১৮৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।