মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) দুপুরে বরিশাল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়দেব চক্রবর্তী পরিচালিত ভ্রাম্যমাণ আদালত তাকে এ দণ্ড দেন।
দণ্ডপ্রাপ্ত মো. হিরা ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার বাসিন্দা।
ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট জয়দেব চক্রবর্তী জানান, বরিশাল ডিসি লেক সংলগ্ন এলাকায় ক্লাস ফাঁকি দিয়ে আড্ডা দেওয়ায় গণ উপদ্রব আইনে কিশোরের ১৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়াও তোফাজ্জেল হোসেন মানিক মিয়া মহিলা কলেজের পাঁচ ছাত্রীকে আটকে মুচলেকা রেখে ছেড়ে দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৮
এমএস/এএইচ