প্রতিটি অর্থবছরেই খাজনা আদায়ের হার বৃদ্ধি পেয়েছে। ২০০৯-১০ অর্থবছরে ভূমি থেকে মোট রাজস্ব আদায় হয়েছে ২২৬ কোটি ২৭ লাখ ১৮ হাজার ৬১৪ টাকা আর ২০১৭-১৮ অর্থবছরে সেই রাজস্ব আদায়ের পরিমাণ দাঁড়ায় ৬০৬ কোটি ৭৭ লাখ ৫১৬ টাকা।
মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় সংসদ অধিবেশনে আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য আ খ ম জাহাঙ্গীর হোসাইনের প্রশ্নের জবাবে ভূমিমন্ত্রী এসব তথ্য জানান।
ভূমিমন্ত্রী আরো জানান, সারাদেশে ৪ হাজার ৭৬৭টি ইউনিয়নের মধ্যে ৩ হাজার ৪৫৭টি ইউনিয়নের ইউনিয়ন ভূমি অফিস আছে এবং ১ হাজার ৩১০টি ইউনিয়নে ইউনিয়ন ভূমি অফিস নেই। বর্তমান সরকার সকল ইউনিয়ন ও পৌরসভায় নতুন ইউনিয়ন ভূমি অফিস স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নে ১ হাজার ৩১০টি ইউনিয়ন ও পৌর ভূমি অফিস স্থাপনের প্রস্তাব চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
নিজাম উদ্দিন হাজারীর অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ২০০৯ সাল থেকে এ পর্যন্ত ২ লাখ ৭৬ হাজার ৩৪৯ জন ভূমিহীনকে ১ লাখ ৪৫ হাজার ৭৩১ দশমিক ৩ হাজার ৫৮৭ একর ভূমি বরাদ্দ দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৮
এসএম/এমজেএফ