ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

সরকারের দুই মেয়াদে সাড়ে ৪ হাজার কোটি ভূমি খাজনা আদায়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৮
সরকারের দুই মেয়াদে সাড়ে ৪ হাজার কোটি ভূমি খাজনা আদায়

জাতীয় সংসদ ভবন থেকে: আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের দুই মেয়াদে ভূমি থেকে ৪ হাজার ৫৯৪ কোটি ৩২ লাখ ৩ হাজার ৫০ টাকা রাজস্ব আদায়  হয়েছে। ২০০৯-২০১০ অর্থবছর থেকে ২০১৭-১৮ অর্থবছর সময়কালে এ ভূমি খাজনা আদায় হয় বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ।

প্রতিটি অর্থবছরেই খাজনা আদায়ের হার বৃদ্ধি পেয়েছে। ২০০৯-১০ অর্থবছরে ভূমি থেকে মোট রাজস্ব আদায় হয়েছে ২২৬ কোটি ২৭ লাখ ১৮ হাজার ৬১৪ টাকা আর ২০১৭-১৮ অর্থবছরে সেই রাজস্ব আদায়ের পরিমাণ দাঁড়ায় ৬০৬ কোটি ৭৭ লাখ ৫১৬ টাকা।

মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় সংসদ অধিবেশনে আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য আ খ ম জাহাঙ্গীর হোসাইনের প্রশ্নের জবাবে ভূমিমন্ত্রী এসব তথ্য জানান।  

ভূমিমন্ত্রী আরো জানান, সারাদেশে ৪ হাজার ৭৬৭টি ইউনিয়নের মধ্যে ৩ হাজার ৪৫৭টি ইউনিয়নের ইউনিয়ন ভূমি অফিস আছে এবং ১ হাজার ৩১০টি ইউনিয়নে ইউনিয়ন ভূমি  অফিস নেই। বর্তমান সরকার সকল ইউনিয়ন ও পৌরসভায় নতুন ইউনিয়ন ভূমি অফিস স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নে ১ হাজার ৩১০টি ইউনিয়ন ও পৌর ভূমি অফিস স্থাপনের প্রস্তাব চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

নিজাম উদ্দিন হাজারীর অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ২০০৯ সাল থেকে এ পর্যন্ত ২ লাখ ৭৬ হাজার ৩৪৯ জন ভূমিহীনকে ১ লাখ ৪৫ হাজার ৭৩১ দশমিক ৩ হাজার ৫৮৭  একর ভূমি বরাদ্দ দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৮
এসএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।