ভারতীয় পণ্য জব্দ
বেনাপোল (যশোর): বেনাপোল সীমান্ত থেকে ৬৩ লাখ টাকা সমমূল্যের ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে বেনাপোল সীমান্তের শিকড়ি বটতলা এলাকা থেকে এসব পণ্য জব্দ করা হয়।
বিজিবি জানায়, বেনাপোল সীমান্ত পার হয়ে চোরাকারবারীরা বিপুল পরিমাণ ভারতীয় পণ্য নিয়ে শিকড়ী গ্রামে অবস্থান করছিল।
বিজিবি সদস্যরা সেখানে অভিযান চালালে চোরাকারবারীরা মালামাল ফেলে পালিয়ে যায়। এ সময় সেখান থেকে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, কসমেটিক্স, ওষুধ ও আতশবাজি জব্দ করা হয়। জব্দ করা মালামালের মূল্য ৬৩ লাখ টাকা।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আরিফুল হক জানান, উদ্ধারকৃত মালামাল বেনাপোল কাস্টমসে জমা করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২১২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৮
এজেডএইচ/এএইচ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।