ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

মেহেরপুরে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৮
মেহেরপুরে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড

মেহেরপুর: মেহেরপুরে মাদক মামলায় বিকাতুন নেছা (৫৫) নামে এক নারী মাদক ব্যবসায়ীর তিন বছরের সশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা জরিমানা করেছে আদালত।

বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে মেহেরপুরে যুগ্ম জেলা জজ আদালতের বিজ্ঞ বিচারক মো. তাজুল ইসলাম এ কারাদণ্ডাদেশ দেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১৭ সালের ২৬ ফেব্রুয়ারি বিকেলে বামন্দী বাসস্ট্যান্ডের পূর্বপাশে স্যালোইঞ্জিন চালিত আলগামনের উপর থেকে ৩৭ বোতল ফেনসিডিলসহ বিকাতুন নেছাকে আটক করে পুলিশ।

এ ঘটনায় গাংনী থানায় মামলা দায়ের করা হয়।

পরে মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলায় স্বাক্ষীদের স্বাক্ষ্য ও নথিপত্র পর্যালোচনা করে বিকাতুন নেছাকে দোষী সাবস্ত হওয়ায় আদালত তাকে তিন বছরের সশ্রম কারাদণ্ড দেন।

আসামি পক্ষে আইনজীবী ছিলেন নুরুল হাসান ও রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট রুস্তম আলী।

বাংলাদেশ সময়: ২১৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।