বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে মেহেরপুরে যুগ্ম জেলা জজ আদালতের বিজ্ঞ বিচারক মো. তাজুল ইসলাম এ কারাদণ্ডাদেশ দেন।
মামলার বিবরণে জানা যায়, ২০১৭ সালের ২৬ ফেব্রুয়ারি বিকেলে বামন্দী বাসস্ট্যান্ডের পূর্বপাশে স্যালোইঞ্জিন চালিত আলগামনের উপর থেকে ৩৭ বোতল ফেনসিডিলসহ বিকাতুন নেছাকে আটক করে পুলিশ।
পরে মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলায় স্বাক্ষীদের স্বাক্ষ্য ও নথিপত্র পর্যালোচনা করে বিকাতুন নেছাকে দোষী সাবস্ত হওয়ায় আদালত তাকে তিন বছরের সশ্রম কারাদণ্ড দেন।
আসামি পক্ষে আইনজীবী ছিলেন নুরুল হাসান ও রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট রুস্তম আলী।
বাংলাদেশ সময়: ২১৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৮
এনটি