নিহত ছাত্রী ধামরাই সরকারী কলেজের ২য় বর্ষের শিক্ষার্থী ও ওই এলাকার আব্দুল আলী মাত্বরের মেয়ে।
নিহতের পরিবার ও পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে কলেজ ছাত্রীর নিজ কক্ষে আড়ার সাথেতার ঝুলন্ত মরদেহ দেখতে পায় পরিবারের সদস্যরা।
এ ব্যাপারে ধামরাই থানার উপ পরিদর্শক (এস আই) মাসুদ মোল্লা বাংলানিউজকে জানান, নিহত কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এছাড়াও এ ঘটনায় ধামরাই থানায় একটি মামলা দায়ের করা হবে বলেও তিনি জানান।
বাংলাদেশ সময়: ২৩৪৫ ঘণ্টা, ১৩ সেপ্টেম্বর, ২০১৮
এমএমএস