ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে ভাইয়ের হাতে ভাই খুন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৮
ময়মনসিংহে ভাইয়ের হাতে ভাই খুন

ময়মনসিংহ: ময়মনসিংহ সদর উপজেলার বাগেরকান্দা বাঘমারা এলাকায় বড় ভাই লাল মিয়াকে (৬০) পিটিয়ে হত্যা করেছেন ছোট ভাই রফিকুল। 

শুক্রবার (১৪ সেপ্টেম্বর)  দুপুরের এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন।  

স্থানীয়রা ও পুলিশ সূত্র জানায়, নিহত লাল মিয়ার বাবা ছিলেন মুক্তিযোদ্ধা।

 প্রায় ১৫ বছর আগে তার বাবা মারা যান। এই মুক্তিযোদ্ধার ভাতা উত্তোলন করতে যাবতীয় ব্যবস্থা করেন লাল মিয়া। কিন্তু ভাতা ভাগাভাগি নিয়ে ছোট ভাই রফিকুলের সঙ্গে দ্বন্দ্ব তৈরি হয়।  

এরই জেরে গত মঙ্গলবার (১১ সেপ্টেম্বর)  নিজ বাড়ির সামনে লাল মিয়াকে আটকে পিটিয়ে আহত করে রফিক ও তার শ্যালক আনন্দ।  

পরে লাল মিয়াকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।  

পরদিন বুধবার (১২ সেপ্টেম্বর)  তাকে হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হয়।  

কিন্তু বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর)  রাতে নিজ বাড়িতে মারা যান লাল মিয়া। পরদিন শুক্রবার (১৪ সেপ্টেম্বর) সকালে ময়না তদন্তের জন্য মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।  

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/অপারেশন) খন্দকার শাকের আহমেদ বাংলানিউজকে জানান, এই হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।  

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৮
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।