বুধবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে আটক দিলীপ সরকারকে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এর আগে মাধবপুর উপজেলার জালুয়াবাদ এলাকা থেকে তাকে আটক করেন রাজেন্দ্রপুর সীমান্ত ফাঁড়ির নায়েক সুবেদার কাউছার মিয়াসহ বিজিবি সদস্যরা।
নায়েক সুবেদার কাউছার মিয়া বাংলানিউজকে জানান, আটকের পর দিলীপ সরকার জানায়- তিনি বাংলাদেশে বেড়ানোর জন্য এসেছেন। কিন্তু তার কাছে কোনো ভিসা বা পাসপোর্ট না থাকায় তাকে আটক করা হয়।
বাংলাদেশ সময়: ২৩১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৮
জেডএস