ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৮
লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মিম নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৯ জন।

বুধবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার মজুচৌধুরীরহাট এলাকায় এ ঘটনা ঘটে।  

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, উপজেলার মজুচৌধুরীরহাটে দু’টি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।

এতে ঘটনাস্থলেই মিম (৫) নামের এক শিশুর মৃত্যু হয়।  

নিহত মিম উপজেলার শাকচর গ্রামের কামাল হোসেনের মেয়ে। এ ঘটনায় অটোরিকশার চালকসহ আরও ৯ জন আহত হয়েছেন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন।  

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ০০১২ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৮
এসআর/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।