ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

হাতিয়ায় জিপের চাপায় মাদ্রাসার অধ্যক্ষ নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৮
হাতিয়ায় জিপের চাপায় মাদ্রাসার অধ্যক্ষ নিহত

নোয়াখালী: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় যাত্রীবাহী জিপ গাড়ির চাপায় মাওলানা মাকসুদুল হক (৪৮) নামে মাদ্রাসার এক অধ্যক্ষ নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন তার এক সহকর্মী। 

বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) সকাল পৌনে ১০টার দিকে উপজেলার নলচিরা-জাহাজমারা সড়কের চৌমুহনী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাকসুদুল হক হাতিয়ার চৌমুহনী বাজার সংলগ্ন তবারকিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ।

আহত ব্যক্তির নাম জানা যায়নি।  

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান শিকদার বাংলানিউজকে জানান, সকালে মাদ্রাসার এক সহকারী শিক্ষককে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে মাদ্রাসায় যাচ্ছিলেন মাকসুদুল। পথে চৌমুহনী বাজারের কাছে এলে বিপরীত দিক আসা একটি জিপ তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান মাকসুদুল। এসময় আহত হন তার সঙ্গে থাকা ওই শিক্ষক।

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।