বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) সকাল পৌনে ১০টার দিকে উপজেলার নলচিরা-জাহাজমারা সড়কের চৌমুহনী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাকসুদুল হক হাতিয়ার চৌমুহনী বাজার সংলগ্ন তবারকিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান শিকদার বাংলানিউজকে জানান, সকালে মাদ্রাসার এক সহকারী শিক্ষককে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে মাদ্রাসায় যাচ্ছিলেন মাকসুদুল। পথে চৌমুহনী বাজারের কাছে এলে বিপরীত দিক আসা একটি জিপ তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান মাকসুদুল। এসময় আহত হন তার সঙ্গে থাকা ওই শিক্ষক।
বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৮
এসআই