বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজারা হলেন- দীঘি গোহাইল বাড়ি গ্রামের ইমাম সরদারের ছেলে হাসেম সরদার (৩০), ডিটুল প্রামানিকের ছেলে বিপ্লব প্রামানিক (১০), কাশেম সরদারের ছেলে নাইম সরদার (৯)।
পাবনা চরতারাপুর ইউনিয়নের চেয়াম্যান রবিউল হক টুটুল বাংলানিউজকে বলেন, পদ্মানদীতে যাত্রীবাহী একটি নৌকা সাধারণ যাত্রী পার করছিলো। নদীতে পানিবৃদ্ধি আর প্রবল স্রোত থাকায় নৌকাটি মাঝনদীতে ডুবে যায়।
পাবনা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জয়নাল আবেদিন বাংলানিউজকে বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গেছেন। নদীতে প্রবলস্রোত থাকায় উদ্ধার কাজ চালাতে সমস্যা হচ্ছে। পাবনা ফায়ার সার্ভিস রাজশাহীতে খবর পাঠিয়েছে ডুবুরি দলের জন্য। রাজশাহী থেকে ডুবুরি দল আসলে নদীতে উদ্ধার কাজ শুরু হবে। তবে স্থানীয়রা জাল দিয়ে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে।
বাংলাদেশ সময়: ১৫৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৮
এনটি