ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

ফেঞ্চুগঞ্জে রাস্তায় গাছ ফেলে যানবাহনে ডাকাতি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৮
ফেঞ্চুগঞ্জে রাস্তায় গাছ ফেলে যানবাহনে ডাকাতি

সিলেট: সিলেটের ফেঞ্চুগঞ্জ-ভাটেরা-কুলাউড়া সড়কের গাছ ফেলে যানবাহন আটকে ডাকাতি সংঘঠিত হয়েছে। সংঘবদ্ধ ডাকাতরা তিনটি যানবাহনের যাত্রীদের কাছ থেকে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুটের ঘটনা ঘটেছে। 

বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) দিনগত রাত ১০টার দিকে কালাকাটি নামে এ ঘটনা ঘটে।
 
স্থানীয় সূত্র জানায়, একটি যাত্রীবাহী বাস, একটি হিউম্যান হলার ও একটি সিএনজি অটোরিকশার যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় লক্ষাধিক টাকার বেশ কয়েকটি মোবাইল সেট ও স্বর্ণালঙ্কার লুট করে নেয়।


 
অটোরিকশার যাত্রী ব্যবসায়ী অজয় দাস জানান, হাফপ্যান্ট পরিহিত ১০/১২ জনের ডাকাতদল রাস্তায় গাছ ফেলে যানবাহনগুলোর গতিরোধ করে যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি করে। এ সময় তার কাছে থাকা ২০ হাজার টাকা, দু’জন নারী যাত্রীসহ ছয়জনের মোবাইল, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুটপাট করে।
 
এ বিষয়ে ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ চৌধুরী জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি। ডাকাতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
 
বাংলাদেশ সময়: ০১৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৮
এনইউ/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।