আর এই লাইনচ্যুতির ঘটনায় বন্ধ রয়েছে ময়মনসিংহ-ঢাকা রুটে ট্রেন চলাচল। ফলে ময়মনসিংহ রেলওয়ে স্টেশনসহ বিভিন্ন স্টেশনে চারটি ট্রেন আটকা রয়েছে।
বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) দিনগত রাত পৌনে ৩ টার দিকে ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের সুপারিনটেনডেন্ট জহুরুল ইসলাম বাংলানিউজকে এই তথ্য নিশ্চিত করেন।
এর আগে বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) রাত সোয়া ৮টার দিকে ফাতেমা নগর রেলওয়ে স্টেশন এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরের দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনের পাওয়ার কারের বগি লাইনচ্যুত হয়। একই সঙ্গে আরও দু’টি বগিও লাইনচ্যুত হয়।
ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের সুপারিনটেনডেন্ট জহুরুল ইসলাম বাংলানিউজকে জানান, রাত ১০ টা থেকে সাড়ে ১০ টার মধ্যে ঢাকা ও ময়মনসিংহ থেকে যাওয়া দু’টি রিলিফ ট্রেনের মাধ্যমে উদ্ধার প্রক্রিয়া শুরু হয়। যা এখনও চলছে।
তিনি জানান, জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ভাওয়াল এক্সপ্রেস ট্রেন ও ঢাকাগামী ৪৪ নং মহুয়া কমিউটার ট্রেন আটছে আছে ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে।
এছাড়া ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর যমুনা এক্সপ্রেস স্থানীয় ধলা রেলস্টেশনে ও মশাখালী স্টেশনে দেওয়ানগঞ্জগামী ব্রক্ষপুত্র এক্সপ্রেস ট্রেন আটকা আছে বলে জানান জহুরুল ইসলাম।
বাংলাদেশ সময়: ০৪১০ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৮
এমএএএম/এমএ