ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

নেত্রকোণায় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতিসহ গ্রেফতার ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০২ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৮
নেত্রকোণায় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতিসহ গ্রেফতার ৩ গ্রেফতার তিনজন। ছবি: বাংলানিউজ

নেত্রকোণা: নেত্রকোণায় বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি নূরে আলম ফারাসসহ (৩৫) তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) দিনগত রাতে জেলা শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

মামলায় গ্রেফতার অন্য আসামিরা হলেন- জেলা বিএনপির সদস্য রফিকুল ইসলাম জিপু (৫৩) ও জেলা ছাত্রদলের যুগ্ম-সম্পাদক মাজাহারুল ইসলাম জিকু (৩৫)।

পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকেলে নেতাকর্মীদের নিয়ে মালনী রোড ও আবহাওয়া অফিসের সামনে কয়েকটি অটোরিকশা ভাঙচুর করেন বিএনপি নেতারা।

পরে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার খবর পেয়ে পালিয়ে যান তারা। ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় দুইটি পেট্রোল বোমা উদ্ধার করা হয়।

নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বোরহান উদ্দিন খান বাংলানিউজকে জানান, ঘটনার পর অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়।

পরে থানার উপ-পরিদর্শক (এসআই) ত্রিদিব বীর ও মাজহারুল ইসলাম বিস্ফোরক এবং বিশেষ ক্ষমতা আইনে ওই তিন নেতাসহ ৩০ জনকে আসামি করে থানায় মামলা করেন। মামলায় ওই তিনজনকে গ্রেফতার দেখানো হয়।

বাংলাদেশ সময়: ১৭৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৯
এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।