ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

নারায়ণগঞ্জে ট্রেনে কাটা পড়ে তরুণীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৮
নারায়ণগঞ্জে ট্রেনে কাটা পড়ে তরুণীর মৃত্যু

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক তরুণীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় কমলাপুর-নারায়ণগঞ্জ রেলপথের ফতুল্লার বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এসময় আহত হয়েছেন আরও দুইজন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৮টা থেকে বটতলা রেললাইনের পাশে বসে কানছিল তরুণীটি।

কান্নার কারণ জানতে চাইলে তিনি কাউকে কিছু বলেননি। পরে সাড়ে ৮টায় ঢাকা কমলাপুর থেকে নারায়ণগঞ্জগামী ট্রেনের নিচে ঝাঁপ দেন তিনি। এসময় তাকে বাঁচাতে গিয়ে আরও দুইজন আহত হন।  

আহতরা হলেন- বটতলা এলাকার কাঠ ব্যবসায়ী মো. মতি মিয়া ও একই এলাকার মো. মুন্না (৪০)। তাদের শহরের খানপুর এলাকার ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।  

নারায়ণগঞ্জ রেলস্টেশনের পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মীর সাব্বীর আলী জানান, স্থানীয়রা জানালে রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায়। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।

বাংলাদেশ সময়: ১২২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৮
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।