শুক্রবার (২১ সেপ্টেম্বর) দুপুরে টংগিবাড়ী উপজেলার আউটশাহী ইউনিয়নের শিলিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ‘সাধনা দত্ত একাডেমিক ভবন’ উদ্বোধন ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
শ্রিংলা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ভারত-বাংলাদেশের সুসম্পর্ক অনেক শক্তিশালীভাবে তৈরি করেছেন।
তিনি বলেন, স্থানীয় ছাত্র-ছাত্রীদের শিক্ষার প্রসারে জন্য এই ভবনটি খুবই দরকার ছিল। শিক্ষার গুনগত মান বিকাশে এটি ব্যাপক ভূমিকা রাখবে। বিদ্যালয়ের পাশের পদ্মানদী ও সম্মুখের এ মাঠটি অবিস্মরণীয় হয়ে থাকবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- মুন্সিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি, টংগিবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসিনা বেগম, সিরাজদিখান উপজেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ, টংগিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আওলাদ হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা আর্থিক উপহার ও বিভিন্ন বই কৃতী শিক্ষার্থীদের মাঝে বিতরণ করেন।
বাংলাদেশ সময়: ২০১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৮
জিপি