শুক্রবার (২২ সেপ্টেম্বর) রাতে কলমা গ্রামের আহম্মেদের বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মো. রুবেল (২৮) ও আল-আমিন (২৬)।
ঢাকা জেলা উত্তরের গোয়েন্দা পুলিশের পরিদর্শক এএফএম সায়েদন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাতে কলমা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ওই এলাকার আহম্মেদের বাড়ি থেকে প্রায় ৫০ লাখ টাকা মূল্যের কষ্টিপাথরের শিবলিঙ্গসহ ওই দুই চোরাকারবারিকে আটক করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৮
আরবি/