শনিবার (২২ সেপ্টেম্বর) সকালে রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে (ক্র্যাব) শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান।
মনিরুল ইসলাম বলেন, আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘সাইবার ক্রাইম’কে হুমকি হিসেবে দেখছে কাউন্টার টেরোরিজম ইউনিট।
জাতীয় নির্বাচনে সন্ত্রাসীর গোষ্ঠীর হুমকি আছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন অনুষ্ঠিত করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বদ্ধ পরিকর। এরপরও কেউ বিশৃঙ্খলা করলে তাদের বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সিটিটিসি প্রধান বলেন, আগামী ১০ অক্টোবর, ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় ঘোষিত হবে। এই রায়কে কেন্দ্র করে কোনো ধরনের নাশকতার চেষ্টা হলে তা কঠোর হাতে দমন করা হবে।
আসন্ন দুর্গাপূজায় সন্ত্রাসী গোষ্ঠীর কোনো হুমকি নেই। এরপরও বিষয়টি নজরধারীর মধ্যে রয়েছে বলেও জানান সিটিটিসির প্রধান মনিরুল ইসলাম।
বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৮
পিএম/এএটি