শনিবার (২২ সেপ্টেম্বর) সকাল থেকে জেলার সব রুটে বাস চলাচল বন্ধ ঘোষণা করা হয়।
বাস চালক শ্রমিকরা জানান, সড়ক পরিবহন আইনে দুর্ঘটনা ঘটলে দোষ প্রমাণিত হলে চালকদের পাঁচ লাখ টাকা জরিমানা এবং পাঁচ বছর জেল হবে- এই আইনের প্রতিবাদে তারা বাস চলাচল বন্ধ করে দিয়েছে।
নওগাঁ জেলা মোটর শ্রমিকের নেতা আমজাদ হোসেন জানান, বাস বন্ধ থাকার বিষয়ে আমরা কিছু জানি না। বাস চালক এবং হেলপাররা বাস চলাচল বন্ধ ঘোষণা করেছে। এ বিষয়ে তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই।
বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৮
আরএ