ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

নরসিংদীতে নৌকাডুবে নিহত ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৮
নরসিংদীতে নৌকাডুবে নিহত ৩

নরসিংদী: নরসিংদীর বেলাবো উপজেলার ব্রহ্মপুত্র নদে ভ্রমণের সময় নৌকাডুবে ভাইবোনসহ তিনজনের মৃত্যু হয়েছে।

শনিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সররাবাদ ইব্রাহিমপুর গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া ব্রহ্মপুত্র নদে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- উপজেলার নারায়ণপুর ইউনিয়নের জংগুয়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে তামিম ও মেয়ে সামিয়া।

একই গ্রামের বাদল মিয়ার মেয়ে নীলা আক্তার।

পুলিশ জানায়, দুপুরে আটজন যাত্রী বেলাবো থেকে একটি নৌকা নিয়ে ব্রহ্মপুত্র নদে ঘুরতে বের হন। তারা সররাবাদ এলাকায় পৌঁছালে নৌকাটি ডুবে যায়। এ সময় পাঁচজন যাত্রী সাঁতারে পাড়ে উঠতে পারলেও নৌকায় থাকা ভাইবোনসহ তিনজন নিখোঁজ হয়। পরে স্থানীয়রা নিখোঁজদের উদ্ধার করে কিশোরগঞ্জের ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

বেলাবো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. আরিফুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৪০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৮ আপডেট: ১৫২৯ ঘণ্টা
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।