ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

খুলনায় নিরাপদ সড়ক ও মাদক প্রতিরোধে মতবিনিময়

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৮
খুলনায় নিরাপদ সড়ক ও মাদক প্রতিরোধে মতবিনিময় মতবিনিময় সভায় অতিথিরা। ছবি: বাংলানিউজ

খুলনা: খুলনা জেলার ইমামদের সঙ্গে নিরাপদ সড়ক বাস্তবায়ন ও মাদকের প্রভাব রোধকল্পে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে খুলনা সার্কিট হাউজের সম্মেলন কক্ষে এ মতবিনিময়ের আয়োজন করে জেলা প্রশাসন।  

সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন।

বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউর রহমান ও খুলনা জেলা ইমাম পরিষদের সভাপতি মোহাম্মদ সালেহ।

এছাড়া ইসলামিক ফাউন্ডেশনের খুলনা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালকসহ জেলার বিভিন্ন মসজিদের ইমামরা উপস্থিত ছিলেন।  

এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) গোলাম মাঈনউদ্দিন হাসান।  

সভায় নিরাপদ সড়ক নিশ্চিত করার লক্ষ্যে ও মাদকদ্রব্যের বিরুদ্ধে সবাইকে নিজ নিজ দায়িত্ব পালন এবং সচেতনতা বৃদ্ধি সম্পর্কে দিকনির্দেশনা দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৮
এমআরএম/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।