শনিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে জেলা ডিবি পুলিশের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এর আগে সকালে তাকে গ্রেফতার করা হয়।
জসিম সিদ্ধিরগঞ্জের মধ্য সানারপাড়ের আব্দুর মোতালেবের ছেলে। তার বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় ৮টি মামলা রয়েছে।
ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আরিফুর রহমান জানান, সকালে সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোডের সানারপাড় ফুটওভারব্রিজ সংলগ্ন মনির হোটেলের সামনে থেকে জসিমকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি দেশীয় ওয়ান শুটার গান ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হবে।
বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৮
আরবি/