ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

শৈলকুপায় ৭ কেজি গাঁজাসহ আটক ১ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৮
শৈলকুপায় ৭ কেজি গাঁজাসহ আটক ১ 

ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় সাত কেজি গাঁজাসহ ফজলুর রহমান (৩৭) নামে এক মাদকবিক্রেতাকে আটক করেছে পুলিশ। 

শনিবার (২২ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার লাঙ্গলবাধ বাজারের বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়। ফজলুর কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার হিমসাতপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে।

ঝিনাইদহের সিনিয়র সহকারী পুলিশ সুপার (শৈলকুপা সার্কেল) তারেক আল মেহেদি বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে লাঙ্গলবাধ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সমিরন বৈদ্য সঙ্গীয় ফোর্স নিয়ে ওই বাজারের বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালায়। অভিযানে ৭ কেজি গাঁজাসহ মাদকবিক্রেতা ফজলুরকে আটক করা হয়। এ সময় তার কাছে থাকা একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।