শনিবার (২২ সেপ্টেম্বর) দুপুরের দিকে তাদের আদালতের মাধ্যে কারাগারে পাঠানো হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১৯ সেপ্টেম্বর) কোটালীপাড়া উপজেলার হরিনাহাটি গ্রামের মৃত মোফাচ্ছের মোল্লার ছেলে সালাম মোল্লা (৪৮) তার বাড়ির পাশে প্রথম শ্রেণির এক ছাত্রীকে চকলেটের লোভ দেখিয়ে একটি নির্জন বাড়িতে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন।
ঘটনাটি জানাজানি হয়ে গেলে বান্ধাবাড়ী ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বর) আলম গাজী শুক্রবার (২১ সেপ্টেম্বর) রাতে সালিশ দরবারের মাধ্যমে সালাম মোল্লাকে এক হাজার টাকা জরিমানা করেন এবং ওই ছাত্রীর মাকে মামলা না করার জন্য হুমকি দেন।
ওই ছাত্রীর মা এ সালিশ মীমাংসায় সন্তুষ্ট না হয়ে পরদিন শনিবার কোটালীপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযোগ মামলা আকারে নিয়ে ইউপি সদস্য সালাম মোল্লা ও আলম গাজীকে গ্রেফতার করেন।
কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল বাংলানিউজকে ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৮
জিপি