ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়া-সান্তাহার রুটে ট্রেন চলাচল বন্ধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৮
বগুড়া-সান্তাহার রুটে ট্রেন চলাচল বন্ধ ট্রেন। ফাইল ফটো

বগুড়া: সেতু দেবে যাওয়ায় বগুড়ার সঙ্গে বোনারপাড়া-সান্তাহার রুটে সরাসরি ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

শনিবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে সোনাতলা উপজেলার ভেলুরপাড়া ও সৈয়দ আহম্মেদ কলেজ স্টেশনের মাঝামাঝি এলাকায় সেতু দেবে যায়। এরপর থেকেই এ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

 
 
বগুড়া রেলওয়ে স্টেশন মাস্টার বেনজুরুল ইসলাম বাংলানিউজকে জানান, দেবে যাওয়া সেতু মেরামত করতে কমপক্ষে ৪-৫ ঘণ্টা সময় লাগবে। এরপর বগুড়ার সঙ্গে বোনারপাড়া-সান্তাহার রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হবে। তবে হঠাৎ সেতু দেবে যাওয়ার কারণ জানাতে পারেননি তিনি।
 
বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৮
এমবিএইচ/আরআইএস/ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।