শনিবার (২২ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতের ভাই পিন্টু জানান, জুরাইন রজ্জব আলী সরদার রোডে তাদের নিজেদের বাড়ি।
তিনি আরও জানান, বাড়ির তৃতীয় তলায় সেনেটারির কাজ চলছে। দুপুরে বাবু নিচ থেকে পাইপ নিয়ে উপরে ওঠার সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক তারের সঙ্গে স্পর্শ লাগলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয় সে। এ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল বাংলানিউজকে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৮
এজেডএস/আরবি/