ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

কদমতলীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলেজছাত্রের মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৮
কদমতলীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলেজছাত্রের মৃত্যু

ঢাকা: রাজধানীর কদমতলীর রজ্জব আলী রোড এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মেহেদী হাসান বাবু (২৪) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।

শনিবার (২২ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতের ভাই পিন্টু জানান, জুরাইন রজ্জব আলী সরদার রোডে তাদের নিজেদের বাড়ি।

বাবু ঢাকা কলেজে অ্যাকাউন্টিংয়ে প্রথম বর্ষের ছাত্র ছিল।

তিনি আরও জানান, বাড়ির তৃতীয় তলায় সেনেটারির কাজ চলছে। দুপুরে বাবু নিচ থেকে পাইপ নিয়ে উপরে ওঠার সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক তারের সঙ্গে স্পর্শ লাগলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয় সে। এ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল বাংলানিউজকে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৮
এজেডএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।