ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

গাইবান্ধা জেলায় গ্যাস লাইন সংযোগের দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৮
গাইবান্ধা জেলায় গ্যাস লাইন সংযোগের দাবি গাইবান্ধায় গ্যাস সংযোগের দাবিতে মানববন্ধন। ছবি: বাংলানিউজ

ঢাকা: গাইবান্ধা জেলায় গ্যাস সংযোগের দাবিতে ঢাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

‘ভালোবাসি গাইবান্ধা’ নামে একটি সংগঠনের উদ্যোগে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়।  

এ সময় বক্তারা বলেন, পাশ্ববর্তী জেলায় গ্যাস সংযোগ থাকলেও গাইবান্ধায় নেই।

সম্প্রতি সরকার উত্তরবঙ্গে গ্যাস সংযোগ দিলে গাইবান্ধা জেলাকেও এর অন্তর্ভুক্ত করতে হবে।  

সংরক্ষিত আসনের সংসদ সদস্য উম্মে কুলসুম স্মৃতি বলেন, আমরা রান্নার জন্য গ্যাস সংযোগ চাই না। আমরা চাই শিল্প প্রতিষ্ঠা করতে। গাইবান্ধায় শিল্প প্রতিষ্ঠান প্রতিষ্ঠা হলে লাখ লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে। কমবে দরিদ্রতা।  

‘উত্তরের শিল্প ও বাণিজ্যের অপার সম্ভবনা থাকা সত্ত্বেও ও গ্যাস সংযোগের অভাবে নতুন উদ্যোক্তা সৃষ্টি হচ্ছে না। ’

কর্মসূচিতে আয়োজক সংসগটের সভাপতি গোলাম আশিক যাদু, সাধারণ সম্পাদক আবুল হোসেন, সহ-সভাপতি খন্দকার আব্দুল্লাহিল কাফি, সাবেক সভাপতি মোকছুদার রহমান মাকসুদ প্রমুখ উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৮
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।