শনিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ওই এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাকির হোসেন বাংলানিউজকে বলেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ঢাকাগামী ভিআইপি-২৭ পরিবহনের একটি যাত্রীবাহী মিনিবাসে হঠাৎ আগুন ধরে যায়। এসময় যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে পড়ায় কারও কোনো ক্ষতি হয়নি।
পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে অনেন। ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটি থেকে ওই বাসে আগুন লেগেছিল।
বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৮
আরএস/টিএ