শনিবার (২২ সেপ্টেম্বর) সকালে গাজীপুর সিটি করপোরেশনের ছয়দানা এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- মোসলেম (৪০), আওলাদ (৪২) ও আলাউদ্দিনকে (৩৮)।
গাজীপুর মেট্রোপলিটন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাজী ইসমাইল হোসেন বাংলানিউজকে জানান, গাজীপুরের ছয়দানা এলাকার একটি গুদামে কয়েকজন শ্রমিক ট্রাক থেকে জেনারেটর নামানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হন চার শ্রমিক। পরে দ্রুত তাদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে সাইফুল নামে এক শ্রমিককে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
আহত অপর তিন শ্রমিককের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান ওসি ইসমাইল।
বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৮
আরএস/আরআইএস/