ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

ঈশ্বরদীর পদ্মা নদীতে নৌকাবাইচ

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৮
ঈশ্বরদীর পদ্মা নদীতে নৌকাবাইচ পদ্মা নদীতে নৌকাবাইচ

ঈশ্বরদী: দীর্ঘ ২৬ বছর পর ঈশ্বরদীর পদ্মা নদীতে ‘গণ আনন্দ নৌকাবাইচ’ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ সেপ্টেম্বর) সকালে প্রধান অতিথি হিসেবে ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এমপি প্রতিযোগিতার উদ্বোধন করেন। লক্ষীকুন্ডা ইউনিয়ন আওয়ামী লীগ প্রতিযোগিতার আয়োজন করে।

নৌকাবাইচটি তুফানের ঘাট থেকে শুরু হয়ে কাচারীবাড়ীর সামনে গিয়ে শেষ হয়। বাইচ দেখতে ঈশ্বরদী, ভেড়ামাড়া, লালপুরসহ উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নের দাদাপুর, বিলকাদা, কামালপুর, চরকুরুলিয়া, পাকুরিয়া, রূপপুর এলাকা থেকে নদীর দুই পাশে নানা বয়সী হাজার হাজার দর্শণার্থীর সমাগম ঘটে।

প্রতিযোগিতায় ঈশ্বরদী উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নের সোনার বাংলা, সোনার তরী, মায়ের দোয়া পঙ্খীরাজ, ময়ুরপঙ্খী, বঙ্গবন্ধু এক্সপ্রেস ফাইটার, দাদাপুর একাদশ ও আল্লার দান বাইচ দল অংশ নেয়। দুই কিলোমিটার দীর্ঘ নদীপথে তিনটি রাউন্ডে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এমপি বলেন, মুসলিম যুগে নবাব বাদশারা নৌকাবাইচের আয়োজন করতেন। নবাব বাদশাদের নৌবাহিনী দিয়ে নৌকাবাইচ উৎসবের গোড়াপত্তন হয়। বাংলার বারো ভূইয়ারা নৌবলে বলিয়ান হয়ে মোঘলদের বিরুদ্ধে লড়াই করে ছিলেন।

ভূমিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা নীরবে নিভৃতে অসহায় ও দরিদ্র মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটিয়ে চলেছেন। দেশ উন্নতির দিকে যাচ্ছে। গণমানুষের উন্নতি হলে দেশ উন্নত হবে।  

লক্ষীকুন্ডা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লক্ষীকুন্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান শরিফের পরিচালনায় পাবনা অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) সাহেদ পারভেজ, উপজেলা চেয়ারম্যান মকলেছুর রহমান মিন্টু, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল মামুন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জোবায়ের হোসেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নায়েব আলী বিশ্বাস, আমেরিকা প্রবাসী সরকারের সাবেক অতিরিক্ত সচিব সাব্বির আহমেদ, পাবনা জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক মাহ্জেবিন শিরিন পিয়া, পাকশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক বিশ্বাস, সলিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ বাবলু মালিথা, দাশুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম বকুল সরদার ও ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন ও মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮২১ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।