শনিবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে ফেরিটি হঠাৎ করেই ডুবোচরে ধাক্কা লেগে আটকে যায়। এসময় পড়ে গিয়ে ফেরিতে থাকা দুই যাত্রী আহত হয়েছেন বলে জানা যায়।
ফেরিতে অবস্থান করা সময় টিভির স্টাফ করেসপন্ডেন্ট সঞ্জয় কর্মকার অভিজিৎ বাংলানিউজকে জানান, ‘শিমুলিয়া থেকে ফেরিটি অল্প সংখ্যাক যানবাহন ও শতাধিক যাত্রী নিয়ে কাঁঠালবাড়ীর উদ্দেশ্যে ছেড়ে আসে। মূল পদ্মা পার হয়ে লৌহজং টার্নিং পয়েন্টে এসে পৌঁছালে ডুবোচরে ধাক্কা লেগে ফেরিটি আটকে যায়। বেশ কিছুক্ষণ চেষ্টার পর এটি ডুবোচর মুক্ত হতে পেরেছে। ’
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) কাঁঠালবাড়ী ফেরি ঘাটের ব্যবস্থাপক আব্দুস সালাম মিয়া বাংলানিউজকে জানান, সকাল থেকে ফেরি চলাচল কিছুটা স্বাভাবিক ছিল। বিকেলের দিকে টাপলো ফেরিটি ডুবোচরে আটকে গেলেও কিছু সময় পর এটি উদ্ধার করা গেছে।
বাংলাদেশ সময়: ১৮৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৮
জিপি