শনিবার (২২ সেপ্টেম্বর) কাঠালিয়া-রাজাপুর আঞ্চলিক মহাসড়কের সেন্টারের হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নেছার উদ্দিনের বাড়ি উপজেলার উত্তর তালগাছিয়া গ্রামে।
শৌলজালিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাহমুদ হোসেন রিপন বাংলানিউজকে বলেন, কাঠালিয়া ষ্ট্যান্ড থেকে সাতানীর দিকে যাওয়ার সময় একটি টেম্পো সেন্টারের হাট ব্রিজে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় নেছার টেম্পোর ধাক্কায় গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
বাংলাশে সময়: ১৯০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৮
এমএস/টিএ