ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বৃক্ষরোপণকে গুরুত্ব দিতে হবে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৮
জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বৃক্ষরোপণকে গুরুত্ব দিতে হবে ফলদ বৃক্ষ মেলায় সংসদ সদস্য ফাহমি গোলন্দাজ বাবেল। ছবি: বাংলানিউজ

ময়মনসিংহ: জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বৃক্ষরোপণকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহবান জানিয়েছেন ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনের সংসদ সদস্য ফাহমি গোলন্দাজ বাবেল। 

শনিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ময়মনসিংহের গফরগাঁওয়ের পৌর শহরের ডাকবাংলো চত্বরে ফলদ বৃক্ষ মেলার উদ্বোধনকালে তিনি এ আহবান জানান।

বাবেল বলেন, বৃক্ষরোপণ আন্দোলনকে জোরদার করতে হবে।

এর মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা হবে। ভবিষ্যত প্রজন্মের জন্য বাসযোগ্য বাংলাদেশ রেখে যেতে হলে প্রত্যেককেই গাছ লাগাতে হবে।  

স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ড. শামীম রহমানের সভাপতিত্বে  উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গফরগাঁও পৌরসভার মেয়র ইকবাল হোসেন সুমন, উপজেলা ভূমি কর্মকর্তা আশরাফুল সিদ্দিক, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান মনিরুজ্জামান মনি প্রমুখ।  

‘কৃষি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে অপ্রতিরোধ্য অগ্রযাত্রা’ ফলের পুষ্টি দেবে নতুন মাত্রা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে তিন দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলার আয়োজন করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৯৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৮ 
এমএএএম/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।